সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:35 PM, September 24, 2020
রাজিয়া আক্তার পপি
যাত্রা করেছ,কোথাও যাচ্ছো বুঝি?
যাত্রা পথটা কি তুমি জানো?
কখন শুরু, কখন শেষ হবে?
প্রতিবছর জন্মদিন আসে কেক কাটো,
কত আনন্দ, ফুলেল সুবাসে আবৃত করো নিজেকে।
কিন্তু ভেবেছকি?কি ভাবে মূহুর্ত কেটে যায়,
সময় উপনীত হয় এক চরম বাস্তবতায়।
ভাবো যদি কোন বৃষ্টি স্নাত রাতে যাত্রা করতে হয় তোমায়।
সেদিন কে বন্ধু হবে তোমার সাথে?
কে তোমায় বলবে,আমায় হাত ধরে তুমি নিয়ে চলো শখা,
আমি যে পথ চিনিনা।
কে তোমার সাথে উপভোগ করবে অন্ধকারের সৌন্দর্যটুকু?
তখন হয়তো তোমার অন্ধকার পূরীও
বর্ষার পানিতে থৈ থৈ করবে।
যাত্রা কালে কোন রংটা পছন্দ করবে?
তবে আমি কিন্তু তোমায় হরেক রঙ্গের ফুলে সাজাবো,
তোমার প্রিয় বন্ধু হয়ে।
তখন আবার না করো না যেন।
শুধু বলবো বন্ধু যাত্রাটি হোক শুভ ও স্বর্গীয়।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com