সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:44 PM, September 18, 2020
🌸সুলতানা রাজিয়া আছমা 🌸
চিত্তে মোর নিদারুণ যন্ত্রণা
হয়েছি বেদনা বিধুর ;
বাজিছে যেন ঘণ পরিভঙ্গে
উগিলেন্তু সুর !!
তোমারে বাসিতে বাসিতে ভালো
হয়ে গেছি রিক্ত ;
দু’নয়ন হলো যে তাই
দু’ফোঁটা তপ্ত নোনা জলে সিক্ত!!
তাইতো———-
যখনই হইলে পরাঙ্মুখ
যাতনার বিষে ভুলিলেম সর্বসুখ!!
সর্বস্ব ধন বিসর্জন দিলেম
তব চরণ যুগলে ,
কি দহনে জ্বলিছে হৃদয়
একবার ও কি ভাবিলে !?
তাইতো————
তোমার আঁখিতে এখন নেই যে,
আমার প্রেম কাব্য গাঁথা ,
সেথায় রয়েছে শুধু ,
৪৮ পৃষ্ঠার কবিতা !!
তোমার হৃদ কাননে বাজেনা আর,
আমার ভালবাসার বাঁশরি ;
সেথায় বাজে যে এখন ,
নিশীথিনীর নিষিদ্ধ সুর লহরী!!
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com