সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:55 AM, August 23, 2020
কুহেলিকা চোখে থাকি
নিরন্তর,
জগতে ঘটে যায়
অতি ভিন্নতর,
বলতে চাই বলিনা
কারণ ভীতিকর,
চলি শুধু চলতে হয় তাই,
নয় ক্ষতিকর।
কেউ বলে কেউ শুনে
তবু অপ্রীতিকর,
এতো চেনা তবুও অচেনা
এই নাট্যশালায়,
প্রতিদিন প্রতিমুহূর্ত দেখি
ভুমিকা বিস্তর,
ভান করে চলি
যদিও কষ্ট হয় অতিশয়।
আর কতো অভিনয়
মঞ্চের চৌসীমায়?
নকল সেজে থাকি
আর ভাবি নিরালায়,
কখন আসবে আসল
ভাঙ্গাতে তিমির অন্ধকার।
ততোদিন মুখোশ পরে থাকি,
চোখে ধোঁয়াশা।
চাই মুক্ত বিহঙ্গের
অবারিত আকাশ,
দৃপ্ত কন্ঠে বলতে চাই
অসঙ্গতি কেন?
ভীতিহীন চারপাশে
শান্তির বারতা,
প্রাণে আনুক আনন্দ
প্রশান্তির ঝরনা।
—————————————–
সুনামগঞ্জ
আগস্ট/২২,২০২০খ্রীঃ
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com