সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:06 PM, August 16, 2020
পথের পাশের ব্যালকনিটা তেমনি আজও আছে।
আধেক আলো আধেক আড়াল চিরল পাতার গাছে।
থাকে না আর ঠায় দাঁড়িয়ে কারো অপেক্ষায়।
নতুন করে দেয়না যে দোল মাধবী লতার গায়।
এখন তো সে আগের মত কাটায় না আর দিন।
কষ্ট কভু হয়না যেন ঠিক তাহারে হীন।
রাত গুলো আর জাগে নাতো জাগে শুধু দিন।
কলি কালে————
মানুষ গুলো নিত্য নাচে সর্প বাজায় বীন।
এখন সে যে এক সাহসী, একাই করে লড়াই।
নিজে তবু চায়না কভু, করুক না কেউ বড়াই।
এখনকার সে শক্ত বহু, ভাঙ্গবে না সে আর।
শেষ করেছে এবার বুঝি প্রহর প্রতিক্ষার।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com