সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:59 PM, August 16, 2020
মুজিব মানে স্বাধীনতা।
মুজিব মানে গান।
মুজিব মানে বজ্র কন্ঠ।
ঝাঝালো শ্লোগান।
মুজিব মানে মুক্তি।
মুজিব মানে রাষ্ট্র।
মুজিব তুমি সর্ব
কালের নেতা সর্বশ্রেষ্ঠ।
মুজিব তুমি অক্ষয়।
মুজিব তুমি শক্তি।
মুজিব তুমি কষ্ট।
প্রকাশে যা চিরদিন
সর্বদা অস্পষ্ট।
মুজিব তুমি শ্রদ্ধা।
মুজিব তুমি প্রান।
মুজিব তুমি
জাতির জনক।
চিরকাল অম্লান
চিরকাল বহমান রবে
শেখ মুজিবর রহমান।
মুজিব মানে সাহস।
মুজিব মানে ছবি।
মুজিব তুমি সর্ব
যুগের সবার প্রানের কবি।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com