সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:03 PM, May 26, 2020
কক্ষপথে চলতে চলতে
দেখা হলো এক নক্ষত্রের।
বয়সের ভারে ন্যুব্জ
আকাশে দৃষ্টি বিহবল
বিপন্ন চোখ এলোমেলো সারাক্ষণ,
মনে হয় যেন
নতুন করে সব দেখে নেওয়া,
হিসাবের গড়মিল সবখানে,
এতো পথ হেঁটে অবশেষে পিছুহটা।
প্রশ্ন জাগে অনুক্ষণ,
এ কেমন জীবন?
করলাম যাপন।
এক যুবা পুরুষ পথ আগলে ধরে
বলে, আরে! আপনি কি সেই নক্ষত্র
যাকে দেখার জন্য ভিড় ঠেলে
ক্লান্ত হতো যুবতি নারীগণ?
এ কেমন নক্ষত্রের পতন?
কেউ ফিরেও তাকায় না এখন
চারদিকে কতো স্বজন,
কেউ নয় আপন,
যেন জঞ্জাল অপাংক্তেয় জন।
———————–
সুনামগঞ্জ
মে/২৫,২০২০খ্রীঃ
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com