সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:20 AM, May 24, 2020
ঈদের আনন্দধারায়
কেটে যাক হৃদয়ের সকল গ্লানি
চোখে ঝরুক
অঝোর আনন্দ অশ্রুধারা।
বহু ক্ষোভ, বহু হিংসা
স্রোতের মতো প্রবাহিত হোক।
বিলিন হয়ে যাক বাষ্প হয়ে সুদূর
প্রাণে আসুক কমনিয়তা,স্নিগ্ধতা
মমতায় ভরে যাক হৃদয় অন্তর।
ঘৃণা, হিংসা, বিদ্বেষ
ভেসে যাক আদি অনন্ত গহবরে
প্রেম, প্রীতি, ভালোবাসা,
উৎসারিত হোক হৃদয় মন্দিরে
জেগে থাকুক অবিনাশী শ্লোগানে।
——————————
সুনামগঞ্জ
মে/২৪,২০২০খ্রীঃ
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com