সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:09 PM, May 19, 2020
মহিবুর রহমান মুহিবঃ ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী, কাঠইড় ও গৌরারং ইউনিয়নের ৩৬০ এতিম পরিবারের মধ্যে সহায়তা বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় শহরের উত্তর মল্লিকপুর কার্যালয়ে শারীরিক দুরত্ব বজায় রেখে পবিত্র রমজানে প্রতিটি পরিবারকে ১৮ কেজি চাল,২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৩ কেজি ছোলা, এবং ৩ কেজি চিনি সহায়তা প্রদান করা হয় ।
ইসলামিক রিলিফ বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমীন আক্তার রুমা, ইসলামিক রিলিফ বাংলাদেশের সুনামগঞ্জ ফিল্ড অফিসার (ব্যবস্থাপক) মোঃ জাকারিয়া (জাকির), সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও আবুল হোসেন, লক্ষনশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল অদুদ।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com