সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:59 AM, December 30, 2014
বিনোদন ডেস্ক: বিকিনি পরে মঞ্চে হাঁটতে বিব্রত বোধ করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এ কথা শুনে অবিশ্বাস্য মনে হলেও এ কথাটিই সত্যি। তবে বিষয়টি একটু অন্যভাবে। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাউন্ড সুইম স্যুট রাউন্ড। এই রাউন্ডে প্রতিযোগিদের সুইমিং কস্টিউম বা বিকিনিতে মঞ্চে বিচারকদের সামনে হেঁটে দেখাতে হয়। ১৯৫১ সাল থেকে এই রাউন্ডটি প্রচলিত। কিন্তু আগামী বছর থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজকরা এই রাউন্ডটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রিয়াংকা বলেন, সত্যিই তো সাঁতার কাটার পোশাকের সঙ্গে পায়ে হিল তোলা জুতো পড়ে হাঁটাটা কেমন যেন অদ্ভুত লাগে। তার থেকে বরং প্রতিযোগিদের সুইমিং পুল বা সমুদ্রে ফটোশুটের জন্য নিয়ে যাওয়া যেতে পারে। সেটা অনেক বেশি স্বাভাবিক। এতোদিন যা হয়ে এসেছে সেটাই বরং অস্বাভাবিক। এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রিয়াংকা। তিনি বলেন, সত্যিই এই বিষয়টা বেশ বিব্রতকর। কিন্তু আমার ভাগ্য ভালো যে, আমার বেলায় বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় এই সুইম রাউন্ড ছিল না।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com