সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:18 PM, May 6, 2020
মিজানুর রহমান মিজান : সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের উদ্যোগে রোজাদারদের জন্য উন্মুক্ত ইফতারের আয়োজন করা হয়েছে।
শহরের মল্লিকপুরস্থ সুনামগঞ্জ সিলেট সড়কের পশ্চিম পার্শ্বে বিজিবি ক্যাম্পের সামনের প্রধান ফটকের পাশে একটি ছোট্র সাইনবোর্ড তাতে লিখা ‘সম্মানিত মেহনতি রোজদারদের জন্য ক্ষুদ্র প্রয়াস’। পাশের টেবিলে থরে থরে সাজানো ইফতারের প্যাকেট। পথচারী শ্রমজীবি রোজাদাররা সামাজিক দুরত্ব বজায় রেখে টেবিলের উপর থেকে ইফতারের প্যাকেট নিয়ে যায়।
এই আয়োজন দেখে এগিয়ে গেলে দূরে দাঁড়ানো বিজিবি’র জওয়ানরা জানান, আপনিও ইচ্ছে করলে ইফতার নিয়ে যেতে পারেন ভাই। আয়োজনের ব্যাপারে জানতে চাইলে তারা জানান, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মাকসুদুল আলম মহোদয়ের উদ্যোগে শহরের খেটে খাওয়া মানুষের জন্য বিজিবি’র পক্ষ থেকে সামান্য ইফতারের আয়োজন করা হয়েছে। ১ম রমজান থেকে প্রতিদিন বিকাল ৫টায় আমাদের মূল ফটকের সামনে টেবিলের উপর ৫০ থেকে ৭০ টি ইফতার প্যাকেট রাখা হয়। যারা নিতে চান যার যার মতো করে নিয়ে যাচ্ছেন। বিজিবি’র সদস্যরা দূরে দাঁড়িয়ে শারীরিক দুরত্ব বজায় রেখে শ্রমজীবীরা ইফতারের প্যাকেট নিচ্ছেন কী না কেবল সেটি দেখেন। এই উদ্যোগ রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখা হবে।
দেশে চলমান করোনা সংকটের মাঝে সুনামগঞ্জ বিজিবির এহেন ব্যতিক্রমী উদ্যোগ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com