সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:22 PM, May 4, 2020
ওগো দেশ মাতা
তোমার তরেই নোয়াই মাথা!
গোপনে এক ভীতি পুশি
লুটছে তোমায় যার যেমন খুশি!
দেখ কি ‘মা’ তোমার মেয়েরা, তোমার শিশুরা
হচ্ছে কেমন শিকার
ছিন্ন-ভিন্ন, বিচ্ছিন্ন, যেন বন্য কোন থাবার,
শুন্য মায়ের কোল আজ বাবারা করে হাহাকার
নিস্ফল আবেদনে কাঁদে প্রতিকার।
পাও কি প্রতিদিন-
আত্মাহুতির খবর
কেউবা বাসের চাপায়, কেউবা প্রতারনায়,
কেউবা ক্ষুধার জ্বালায়
খুন গুম কত যে অপমৃত্যু চলছে বিচারহীন।
আজ,
নিরন্তর এক স্বপ্ন পুশি
লুটতে দেবনা তোমায় যার যেমন খুশি!
ওগো দেশ মাতা
তোমার তরেই জীবন গাঁথা !
মে, ২০২০, উন্নয়নকর্মী, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com