সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:50 PM, May 1, 2020
বিশ্বজুড়ে বাঁচার লড়াই
করোনার ছোবলে,
মরছে মানুষ শতশত
চোরেরা যে কী বলে!
দেশটা ভরা উপদেষ্টায়,
মিথ্যাচার আর গোজবে,
তাইতো এদের জীবন ভরা
আল্লাহপাকের গজবে।
মানবতার নামটি মুখে
ভেখ ধরেছে শকুনে,
এই বিপদে ব্যবসায়ী আর
চোর চোট্টারা দিনগুনে।
চিকিৎসাহীন বিশ্ববাসী
হারাচ্ছে নিঃশ্বাস,
ওষুধ পথ্য কি আর নেবো
কি আছে বিশ্বাস?
ভাইরাসের ওই ভয়াল থাবা
বিশ্বে দিছে হানা,
নেইকো তেমন হানাহানি
বাইরে যেতেই মানা।
মক্কা শরীফ এমনতরো
হয়নি জনশূন্য,
মসজিদ মন্দির গীর্জা বন্ধ
বন্ধ কি পাপ পূন্য?
তবু মানুষ থামাচ্ছে কি
দুনম্বরী ধান্ধা?
মৃত্যুর মিছিল দেখছে না যে
কতো বড় আন্ধা।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com