সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:18 PM, May 1, 2020
করোনার করুণ গ্রাস
জগতব্যাপী হায় হুতাশ
অতি ক্ষুদ্র ভাইরাস
করছে সব সর্বনাশ।
দেশ বিদেশের প্রতিভাস
নিত্যদিনই বাড়ছে লাশ।
ধীরে ধীরে মনোবল পাচ্ছে হ্রাস।
করুণা চাই হে প্রভু
আমরা যে তোমার দাস।
বড় বড় মোড়ল দেশ,
সবাই আজ হতাশ বেশ।
জনজীবন,সভ্যতা, প্রতিবেশ,
থমকে গেছে শেষমেশ।
নামজাদা সব বিজ্ঞানীদের গবেষণার
নেই যে শেষ।
চন্দ্র, তারা নক্ষত্র
সবকিছুতে সফল প্রবেশ
অত্যাধুনিক প্রযুক্তির মহাসমাবেশ
করোনায় হার মেনেছে সব বিশেষ।
মৃত্যুযাত্রীর করুণ দশায় স্বজনদের হাপিত্যেশ।
শেষ যাত্রায় নেই কোন ভাবাবেশ।
অবশেষে করোনাতঙ্কে বাংলাদেশ
প্রতিরোধে সরকারের প্রচেষ্টার নেই শেষ
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে কি আসবে কোন দরবেশ?
প্রতিকারে সচেতনতা, বিচ্ছিন্নতা,পরিচ্ছন্ন পরিবেশ
সর্বোপরি দয়াময়ের করুণায় করোনা হবে নিঃশেষ।
———————–
সুনামগঞ্জ
মার্চ/২০,২০২০খ্রীঃ
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com