সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:44 PM, April 23, 2020
——–শেরগুল আহমেদ
অধ্যক্ষ,সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজ।
—————————-
মা আমার একটি শব্দের
লক্ষ হাজার হৃদস্পন্দন।
মা আমার তপ্ত রোদে
এক ফালি ছায়া।
মা আমার আজন্ম
নির্মোহ নিঃস্বার্থ মা।
মা আমার অকুন্ঠ
স্নেহময়ী,মমতাময়ী মা।
মা আমার দৃপ্ত কন্ঠের
অকতোভয় মা।
মা আমার আবেগ
অনুভূতির মা।
মা আমার
শত কষ্টের মাঝে,
নিরাপদ আধার।
মা আমার দীর্ঘশ্বাসের
পরম বিশ্বাস।
মা আমার
হাসি কান্নার পরশ পাথর।
মা আমার অন্ধকারে
দীপ্ত আলো।
মায়ের পরশ আমার
দেহের কঠিন সুরক্ষা।
মায়ের দোয়া
হাজার ব্যাধির
সফল চিকিৎসা।
মা আমার ভাগ্যাকাশের
ধ্রুবতারা।
——————–
সুনামগঞ্জ
এপ্রিল/২৩,২০২০খ্রীঃ
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com