সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:26 PM, April 22, 2020
স্যালুট তোমাদের লক্ষ শতবার!
এই হলো বাংলাদেশ সেনাবাহিনী
দেশ রক্ষায় করতে পারে সব ত্যাগ।
কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে,
রাতের আঁধারে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে
বাংলাদেশ সেনাবাহিনী।
যে কোনো দুর্যোগে দেশের সশস্ত্র বাহিনী
জনগণের প্রত্যাশা পূরণের শেষ আশ্রয়,
বাংলাদেশ সেনাবাহিনী।
কেবল দায়িত্বের গন্ডিতে সীমাবদ্ধ না থেকে
দেশের এই ক্রান্তিলগ্নে, দেশের মানুষকে
গভীর ভালোবাসায় জয় করে দিয়েছে সবার মন,
বাংলাদেশ সেনাবাহিনী।
তোমরা বাঙালির গর্ব আর অহংকার!
আমরা গর্ভিত তোমরা আমার ভাই, আমার চাচা, আমার মামা,
বাংলাদেশ সেনাবাহিনী।
ধন্য তোমাদের জন্ম, তোমরা বাংলার প্রশংসা!
যে যেখানেই আছো, আল্লাহ্ পাক তোমাদের সুরক্ষিত, সুস্থ, ভালো রাখুক, আল্লাহু আমিন! বাংলাদেশ সেনাবাহিনী।।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com