সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:37 PM, April 14, 2020
মিফতাউর রহমান ইফতি : করোনা ভাইরাস সংক্রমণে চলমান লকডাউনে জনজীবনে স্থবিরতায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অসহায় শিল্পীদের মাঝে ১ টন চাউল সহ মানবিক খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
আজ ১৪ এপ্রিল বিকেল ৪.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এড: শামসুল আবেদিন, নির্বাহি সদস্য অধ্যক্ষ শেরগুল আহমদ অরুন তালুকদার, তপন কর এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।
বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৮ কেজি চাউল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু, আধাকেজি ডাইল, ৫০০ মি: লি: তেল, আধা কেজি লবন।
১২৫ জন শিল্পীদের মধ্যে এসব সামগ্রী বিতরন করা হয়েছে। সে সময় বিভিন্ন শিল্পী গোষ্ঠীর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com