সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:33 PM, March 22, 2020
শেরগুল আহমেদ
অধ্যক্ষ, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজ
———–
যতটুকু দেখ বাহিরে
তার চেয়ে বেশি দেখ ভিতরে।
অন্তরে কালো মেঘের আবরণ,
মুছে দিতে কর সদা সরল সহজ আচরণ।
তুচ্ছ বিষয় আসয় আক্রে ধরেছো অকারণ,
ধূপের সৌরভ অনুক্ষণ করে ময়লা বিসর্জন
প্রতিদানে কি পেলো করেনা কখনো অনুযোগ অভিমান।
ফুলের সুরভী, মাধুর্য বিলিয়ে হয় নিষ্প্রাণ,
নিঃস্ব হয়ে হলো যেন অমর অম্লান।
জীব জগতের শ্রেষ্ট তুমি দৃষ্টি অফুরান,
হেরে গিয়ে জেতার নেইতো কোন উপমান।
মহান যারা হয়েছে জগতে দেখ জাজ্বল্যমান
অকাতরে দিয়ে গেছে কত বলিদান।
অমর হতে বিত্ত বৈভবের নেই কোন প্রয়োজন,
চিত্তে জ্বালো আলো হও দেদীপ্যমান হও
মহীয়ান।
সুনামগঞ্জ /মার্চ ১৮,২০২০
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com