সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:58 PM, March 16, 2020
মিজানুর রহমান মিজান : ২৯ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ ৩ সপ্তাহব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইনের ধারাবাহিক কর্মসুচির অংশ হিসেবে আজ দুপুর ১২’৩০ মিনিটে জেলা ইপি আই সেন্টারে জেলা সিভিল সার্জন কতৃক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এড: পীর ফজলুর রহমান মিছবাহ।
হাম রুবেলা ক্যাম্পেইন এবং করোনা ভাইরাসের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মো; শামসুদ্দিন আহমদ। প্রেস ব্রিফিং এ শহরের কর্মনত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com