সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৯।

প্রকাশিত: 5:23 PM, February 5, 2020

20200205_171901মিজানুর রহমান মিজান : সুনামগঞ্জ শহরের মধ্য আরপিননগর থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৯। আটককৃত প্রতারকের নাম আহমেদ সালে তাইব (১৯)। সে সুনামগঞ্জ সদর থানার মধ্য আরপিন নগর গ্রামের মৃত জাকির হোসেন জেরিনের ছেলে।
সোমবার দুপুরে প্রতারক চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় আহমেদ সালে তাইবকে তার মধ্য আরপিন নগরের গ্রামের বাড়ি থেকে আটক করেন র‌্যাব সদস্যরা। এসময় তার কাছ থেকে এসএসসির ভূয়া প্রশ্নপত্রের স্ক্রিন শটের ১১টি পাতা. ১টি মোবাইল সেট ও ২টি সিমকার্ড জব্দ করা হয়েছে। র‌্যাবের গণমাধ্যম শাখা জানিয়েছে জব্দকৃত আলামতসহ আহমেদ সালে তাইবকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 93 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ