প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্টিত।

প্রকাশিত: 4:00 PM, January 5, 2020

অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বিশ্ববিদ্যালয় অনুমোদনের রূপকার মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নেতৃত্বে আনন্দ মিছিলে ১১ উপজেলা থেকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের কর্মী, প্রশাসনের লোকজন, ছাত্র, কৃষক, শ্রমিক সহ নানা পেশার লোকজন অংশ নেন।
এছাড়াও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ, সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দও আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।20200105_155216

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 92 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ