আল আরসদ ইসলামি কিন্ডার গার্ডেন এর ‘ বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

প্রকাশিত: 12:39 PM, December 26, 2019

161917ac572661e9fec786430d33f6e8.0জাকিয়া সুলতানা মনি : সুনামগঞ্জ শহরস্থ বড়পাড়া আল আরসদ ইসলামি কিন্ডার গার্ডেন এর ‘ বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মিজানুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মাননীয় পৌর মেয়র নাদের বখ্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: আহমদ নূর। অনুষ্ঠানে ছাত্র -ছাত্রী, অভিভাবক, শুভাকাঙ্খী সহ যারা উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করেছেন সবাইকে আন্তরিক আন্তরিক অভিনন্দন জানাইছেন কিন্ডারগার্টেন এর সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা জিয়া বিন আরসদ।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 72 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ