সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:20 PM, December 8, 2019
অনলাইন ডেস্ক : আগামী ২৩ ডিসেম্বর থেকে একযোগে দেশের সকল জেলায় নদ-নদী, খাল, ছড়া, বিল, হাওরসহ অন্যান্য জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা ও অবৈধ দখলকৃত ভূমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সারাদেশে প্রাথমিকভাবে ৪৪,০০০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ২৪৯টি অবৈধ স্থাপনা রয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে সারাদেশে নদ-নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ বিষয়ে পানি স¤পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার সারাদেশের সকল জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স করেন। ভিডিও কনফারেন্সে আগামী ২৩ ডিসেম্বর একযোগে দেশের সকল জেলায় নদ-নদী, খাল, ছড়া, বিল, হাওরসহ অন্যান্য জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা ও অবৈধ দখলকৃত ভূমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
পানি স¤পদ মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক ২০১৮-১৯ অর্থ বছরে ১ম পর্যায়ে ৫০০০টি নদী, খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে সারাদেশে ৪৪৮টি খনন কাজ চলমান রয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ১২টি নদী ও খাল খনন কার্যক্রম চলছে।
২০১৯-২০ অর্থ বছরে ২য় পর্যায়ে ২১০০ নদী খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তন্মধ্যে সুনামগঞ্জ জেলায় ৬২টি নদী-খাল খনন করা হবে। সারাদেশে নদ-নদী, খাল, বিল, ছড়া, হাওরসহ অন্যান্য জলাধার তীরবর্তী ৪৪০০০টি অবৈধ স্থাপনা তালিকা করা হয়েছে। তন্মধ্যে সুনামগঞ্জ জেলার ২৪৯ অবৈধ স্থাপনার তালিকা ইতোমধ্যে বিভিন্ন উপজেলা হতে পাওয়া গেছে। নদ-নদী, খাল, বিল, ছড়া, হাওরসহ অন্যান্য জলাধার তীরবর্তী অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ, তথ্য প্রদান এবং উচ্ছেদ কার্যক্রম চলাকালীন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com