সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:36 AM, November 24, 2019
অনলাইন ডেস্কঃ সিলেট এসএমপির কতোয়ালী থানাধীন বন্দর বাজার এলাকা থেকে স্বপন আহমদ রুম্মন (২৫) নামে অপহরন ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে এ্যাকশন ব্যার্যাপিডটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৯ ঘটিকার সময় র্যাব-৯ এর স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামানের নেতৃত্বে নগরীর বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুম্মন এসএমপির শাহপরান (র:) থানার টিলাগড় বটতলা এলাকার মৃত জমশেদ আলীর পুত্র। তার বিরুদ্ধে শাহপরান (র:) থানা অপহরন ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রয়েছে যাহার নং জিআর ১৩৬/১৮। উক্ত মামলায় সে দীর্ঘ দিন থেকে পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারকৃত আসামীকে এসএমপির শাহপরান (র:) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com