সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশের হাতে ভূয়া র‌্যাব আটক।

প্রকাশিত: 12:31 PM, November 13, 2019

49f25cdfcf7624283392077824c254cd.0অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জ সদরে ভূয়া র‌্যাব সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। আটককৃতের নাম আশাবুল ইসলাম (৩০)। সে তাহিরপুর উপজেলার টেকেরঘাঠ বর্তমানে ছড়ারপার (কান্দিগাও) গ্রামের মৃত. আব্বাছ আলীর ছেলে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আমিনুল ইসলাম, এএসআই মামুন মিয়া, এএসআই মনির ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রংপুর নতুন বাজারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে র‌্যাব এর পোষাক পড়া ছবি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মিডিয়া উইং এসআই আমিনুল ইসলাম। আজ তার বিরুদ্ধে ১৭০ ও ১৭১ ধারার মামলা দায়ের করে সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে ডিবি ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 99 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ