সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:04 AM, October 27, 2019
ইফতি রহমান :পুলিশই জনতা, জনতাই পুলিশ” এবং “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা পুলিশের বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপিত হয়েছে।
আজ ২৬ অক্টোবর ২০১৯ ইং সকাল ১০.০০ টায় সুনামগঞ্জ জেলা পুলিশ এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড: পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, বিপিএম এর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আহাদ, দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতি: পুলিশ সুপার হায়াতুননবী, সভার সঞ্চালক অতি: পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সদস্য ফারুক মিয়া, রশিদ আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও: আবুুল বাশার।
সভায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও বই পুরস্কার দেওয়া হয়। সভায় প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, প্রেসক্লাব সদস্য সাংবাদিক ফরিদ মিয়া, আনোয়ারুল হক, বাবুল মিয়া, বিপলু দাস, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com