সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 10:11 AM, October 25, 2019
আদালত প্রতিনিধিঃঃ সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। ডিবি সুত্রে প্রকাশ, সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আছদ আলীর পুত্র আপ্তাব আলীকে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য সন্ধ্যা ৭:০০ টার সময় ডিবি পুলিশের এস আই আমিনুল ইসলাম, এ এসআই ফারুক, এএসআই অনন্ত ১১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ ইব্রাহিমপুর আস্তানাবাড়ি হইতে তাকে গ্রেফতার করেন। ডিবির মিডিয়া উইং পণধান এস আই আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com