সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:55 PM, October 23, 2019
মাহবুব আহমদ দিরাই থেকে : দিরাইর গর্ব আজিজুর রহমান বুলবুল, সাবেক মেয়র, জননন্দিত জননেতা। তিনি বিগত ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দিরাই পৌরসভার সফল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন, সেই সাথে তিনি বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ও পালন করে চলেছেন। তৃণমূলের চাওয়া একমাত্র আজিজুর রহমান বুলবুল সাহেব ই পারেন দিরাইয়ে এলোমেলো আওয়ামীলীগ কে সুসংগঠিত করতে। তিনি যদি দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন তাহলে ত্যাগী ও বঞ্চিত আওয়ামি কর্মীদের অসহায়ত্ব দূর হবে। বর্তমানে প্রকৃত কর্মীদের দুঃখ-বেদনা বলার মতো কোন জায়গা নেই, দিরাই উপজেলার কোনো নেতার কাছে গিয়ে তারা অব্যক্ত কথাগুলি ব্যক্ত করতে পারেনা। তাই বঞ্চিত দিরাইবাসী সহ তৃনমূল নেতা কর্মীদের একটাই চাওয়া সাবেক এই পৌরপিতার রাজসিক প্রত্যাবর্তন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com