সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:15 AM, August 30, 2019
মিজানুর রহমান মিজান : সুনামগঞ্জ সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ সকল অনিয়ম দুর্নীতির যথাযথ তদন্ত ক্রমে দোষী ব্যাক্তিদের বিচার নিশ্চিত করন এবং জনগনের দাবীর প্রেক্ষিতে বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধির দাবীতে নাগরিক অধিকার উন্নয়ন কমিটির পূর্ব ঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সভাপতি এড: রবিউল লেইছ রোকেসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড: সৈয়দ জিয়াউল ইসলাম ও যুগ্ম সম্পাদক এড: প্রদীপ আচার্য সেন্টুর উপস্থাপনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ বারের প্রবীন আইনজীবী এড: আপ্তাব উদ্দিন আহমদ, আইনজীবী সমিতির সভাপতি এড: চান মিয়া, সাধারন সম্পাদক এড: সাহারুল ইসলাম, সাবেক পিপি এড: খায়রুল কবীর রুমেন, আওয়ামি মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ওড: আসাদ উল্লাহ সরকার, আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এড: আইনুল ইসলাম বাবলু, এড: নজরুল ইসলাম সেফু, এড: শুকুর আলী, জাসদের সাধারন সম্পাদক এনামুজ্জামান চৌধুরী, সিনিয়র এডভোকেট মাসুক আলম, সিনিয়র এডভোকেট বজলুর রশীদ, এড: রুহুল তুহিন, এড; মনীষ কান্তি দে মিন্টু, এড: আনিসুজ্জামান শামীম, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান, সিপিবির সাধারন সম্পাদক এড: এনাম আহমদ, যুবনেতা মোশারফ হোসেন, মিনহাজুর রহমান অভি, সুজন মাহমুদ, আক্কাছ আলী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সবাই অবিলম্বে সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনার উন্নতি পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ ও সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির তদন্ত দাবী করেন এবং অবিলম্বে বিআরটিসি বাস বৃদ্ধির দাবী করেন, কোনভাবেই বিআরটিসি বাস কমানো বা বন্ধ করা হলে সুনামগঞ্জ বাসীকে নিয়ে প্রতিহত করা হবে বলে হুশিয়ার করে দেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com