শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো প্রয়াত মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জননেতা গোলাম রব্বানীর ১৩ তম মৃত্যু বার্ষিকী।

প্রকাশিত: 7:03 PM, August 6, 2019

20190805_163550
অনলাইন ডেস্ক : শ্রদ্ধা ও ভালোবাসায় প্রয়াত মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জননেতা গোলাম রব্বানীর ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরী)তে সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম গোলাম রব্বানীর স্মরণসভা অনুষ্টিত হয়েছে।

জননেতা গোলাম রব্বানীর স্মরণ সভায় রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গোলাম রব্বানী স্মৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট আইনজীবী আবু আলী সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সুনামগজ্ঞের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, মরহুমের সহধর্মীনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য পাবলিক প্রশিকিউটর অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা, নারীনেত্রী শীলা রায়, আইন মন্ত্রণালয়ের (অব) সলিসিটর সাবেক জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, জেলাসিভিল সার্জন ডা. আশুতোষ দাস, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু এডভোকেট, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অ্যাডভোকেট মলয় বিকাশ চৌধুরী, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ্ আহমদ, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল তুহিন ও শাহ আবু নাসের, ছাত্রনেতা নূর মোহাম্মদ স্বজন, মরহুমের কন্যা ডাক্তার কনিজ রহিমা রব্বানী কথা প্রমুখ।
বক্তারা বলেন, গোলাম রব্বানী এক সময়ে বিপুলভোটে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। বক্তারা আরও বলেন, মানুষের জন্য কাজ করলে মানুষ মনে রাখে। গোলাম রব্বানী জীবনভর মানুষের কল্যাণে কাজ করেছেন। অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। খেটে খাওয়া মানুষের অতি আপনজন ছিলেন তিনি। যে কোনো সমস্যায় তাঁর কাছে ছুটে যেত। এখনকার রাজনীতিতে গোলাম রব্বানীর মতো সহজ-সরল ও জনদরদী নেতার খুব অভাব দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 84 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ