মাটিয়ান হাওর ও শনির হাওরের বিভিন্ন প্রকল্প পরিদর্শনে সুনামগজ্ঞ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

প্রকাশিত: 9:33 PM, February 7, 2019

মিডিয়া সেল: অদ্য ০৭/০২/২০১৯ তারিখে সুনামগজ্ঞ জেলার তাহিরপুর উপজেলাধীন মাটিয়ান হাওর ও শনির হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক, জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় জনাব FB_IMG_1549552669496মোহাম্মদ এমরান হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার সুনামগঞ্জ; জনাব মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তাহিরপুর সুনামগঞ্জ, জনাব মোঃ শাকিল আহমদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনাব হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ, জনাব মোঃ ইমরান হোসেন, শাখা কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, তাহিরপুর, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সহ সংশ্লিষ্ট সদস্য এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কর্তৃক পরিদর্শনকৃত প্রকল্প সমূহ হচ্ছে (১) মাঠিয়ান হাওরে উপ-প্রকল্পের কি:মি ৮.৫০০ হতে কি.মি. ৯.২৫০ পর্যন্ত ডুবন্ত বাধেঁর পুনরাকৃতি করণ প্রকল্প, (২) মাটিয়ান হাওর উপ-প্রকল্পের কিমি ৩১.৫০০কি.মি হতে ৩১.৫৩৩ এবং কি.মি ৩২.৪৭০ হতে কি.মি ৩২.৮৫০ পর্যন্ত ডুবন্ত বাধেঁর ব্রীচ বন্ধকরণ ও পুনরাকৃতিকরণ প্রকল্প, (৩) মাটিয়ান হাওর উপ-প্রকল্পের কিমি ৩২.৮৫০ হতে কি.মি ৩৩.২৯৫ পর্যন্ত ডুবন্ত বাধেঁর ব্রীচ বন্ধকরণ ও পুনারকৃতি করণ প্রকল্প, (৪) মাটিয়ান হাওর উপ প্রকল্পের কিমি ৩৩.৬০০ হতে কি.মি ৩৩.৬৫০, কি.মি ৩৪.৩০০ হতে কি.মি ৩৪.৪৭০ এবং কিমি ৩৫.০০০ হতে কি.মি ৩৫.০৪০ পর্যন্ত ডুবন্ত বাধেঁর ব্রীচ বন্ধকরণ ও পুনরাকৃতি করন প্রকল্প (মাঝের খাল, কুরের খাল এবং পাঁচনালিয়া খাল প্রকল্প), (৫) মাতিয়ান হাওর উপ-প্রকল্পের কিমি ৩৬.০০০ হতে কি.মি ৩৬.১৯০ পর্যন্ত ডুবন্ত বাঁধেঁর ব্রীচ বন্ধকরণ, (৬) মাটিয়ান হাওর উপ প্রকল্পের কিমি ৩৭.৬০০ হতে ৩৭.৭০৫ পর্যন্ত ডুবন্ত বাধেঁর পুনরাকৃতিকরণ প্রকল্প, (৭) শনির হাওর কি.মি ৪৪.৮৩৫ হতে কি.মি৪৫.৮৫ পর্যন্ত ডুবন্ত বাঁধ পুনরাকৃতি করণ প্রকল্প এবং (৮) শনির হাওর উপ-প্রকল্পের কিমি ৭৪.৮৫৫ হতে কিমি ৪৮.২০০ প্রকল্প।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 256 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ