প্রধানমন্ত্রীরপূর্বঘোষিত সফরসূচি দ্বিতীয় দফা পরিবর্তন করা হয়েছে।

প্রকাশিত: 9:33 PM, December 15, 2018

অনলাইন ডেস্ক 20181215_080455: সিলেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পূর্বঘোষিত সফরসূচি আবারো পরিবর্তন হয়েছে। নতুন সফরসূচি অনুযায়ি আগামী ২২ ডিসেম্বর সিলেটে আসবেন তিনি। এরআগে প্রথমে ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেটে আসার সিদ্ধান্ত হয়, এদিনই এটি পরিবর্তন হয়ে ২১ ডিসেম্বর হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 262 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ