জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা ‘লিগ্যাল এইড এর আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: 1:27 AM, November 30, 2018

অনলাইন ডেস্ক: উন্নয়নের অগ্রযাত্রায় সরকরি আইনী সেবা ও সাফল্য প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা লিগ্যাল এইডে’র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ জনাব ওয়াহিদুজ্জমান শিকদার। তিনি বলেন,চলতি বছরে সুনামগঞ্জে বিনা খরচে আইনী সহায়তা পেয়েছে ৬ শ জনের অধিক। তবে এটি পর্যাপ্ত নয়। দরিদ্রদের আইনী সহায়তা পাইয়ে দিতে জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরতে হবে। বিনা খরচে আইনী সহায়তা পাওয়া যায় তা অনেকেই জানেন না। এ বার্তা জনগনের কাছে পৌঁছে দিয়ে গনসচেতনতা তৈরি করতে হবে। এছাড়া আমাদের হেল্প লাইন ১৬৪৩০ নম্বরে কল দিলেই এ সেবাটি সহজেই পাওয়া যায়। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জমান শিকদার এর সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ জনাব হাবিবুল্লাহ মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ জাকির হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.জি.এম আল মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব প্রদীপ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু তারেক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এ.এফ.এন আখতার, জেল সুপার মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরিচালক,সমাজ সেবা অধিদপ্তর সুচিত্রা রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা তথ্য অফিসার, মোঃ আনোয়ার হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজি আর বেগম শাম্মী, জি পি মোঃ মর্তুজা আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মল্লিক মঈন উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।20181130_012436

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 100 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ