সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:47 AM, November 18, 2018
বার্তা ডেস্ক : মালয়েশিয়ায় অনুষ্টিত কমন ওয়েলথ ও কমন ফিউচার ইয়ুথ সামিট-২০১৮ এ বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াল সুনামগজ্ঞের কৃতিসন্তান ডাক্তার কানিজ রব্বানী কথা। মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে কমনওয়েলথ ইয়ুথ কাউন্সিল ও কমনওয়েলথ ইয়ুথ ইনোভেশন সেন্টারের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্টিত উক্ত সামিটে বাংলাদেশের ডেলিগেট হিসেবে সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধিত্বকারী ডা:কানিজ কথা সুনামগজ্ঞের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রব্বানী ও মাননীয় সংসদ সদস্য শামসুন্নাহার বেগম শাহানার কনিষ্ঠা কন্যা। তার অসামান্য কৃতিত্বে জেলাবাসী গর্বিত, সুনাম নিউজ -২৪ সহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। উল্লেখ্য যে উক্ত সামিটে বাংলাদেশের ৩০ জন অংশ গ্রহন করছেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com