সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 8:54 AM, October 13, 2018
অন লাইন ডেস্ক : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শিক্ষা অফিসের দোতলায় সাটানো শিক্ষক সমিতির দুইটি বৈধ কমিটির “শুভেচ্ছা ব্যানার” গত ১০ অক্টোবর দিবাগত রাতে রহস্যজনক ভাবে চুরি হয়ে যায়। চুরি যাওয়া ব্যানারের একটির সভাপতি ও সেক্রেটারী যথাক্রমে পিংকু দাস ও রেজ্জাদ আহমদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি,ছাতক সুনামগঞ্জ যার রেজিঃ( এস- ১২০৬৮)। অন্যটির সভাপতি ও সেক্রেটারী যথাক্রমে রুহুল ইসলাম পলাশ ও পংকজ দত্ত,সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমাজ,ছাতক সুনামগঞ্জ যার রেজিঃ (১২০৪৮)। এ নিয়ে উপজেলার শিক্ষক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। ব্যানার চুরির ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।প্রতিবাদীদের দাবী শিক্ষা অফিস থেকে দুইটা ব্যানার চুরি হয়েছে অথচ এই অফিসেই হাজার শিক্ষকের মূল্যবান অনেক কিছু রয়েছে। এ ব্যাপারে ছাতক উপজেলা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী শিক্ষক মহল।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com