৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: 9:16 AM, October 5, 2018

MYXJ_20181005091152_saveনিউজ ডেস্ক : উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সুনামগজ্ঞ জেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা চলছে। এ উপলক্ষে ০৪/১০/২০১৮ইং সকাল ০৯:০০ টায় জেলা প্রশাসন সুনামগঞ্জের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এমপি,পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব) জনাব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার জনাব মোঃ বরকতুল্লাহ খান, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, সুনামগঞ্জ পৌরসভা মেয়র জনাব নাদের বখত, জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ জেলার সর্বস্থরের জনগণ।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 111 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ