সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:05 PM, September 11, 2018
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর চানঁপুর ব্রীজের নীচে মাছ ধরার সময় বজ্রপাতে একজন নিহত এবং অপর ২ জন আহত হয়েছেন। নিহতের নাম মোঃ শাহ জালাল(২২)। তিনি উপজেলার সদর ইউনিয়নের চানঁপুর গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে আল আমীন(৩০) ও পাশের নয়াহালট গ্রামের মোঃ শাহ জামাল(৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় জামালগঞ্জ-সেলিমগঞ্জ রাস্তার পাশে সুরমা নদীর চানঁপুর ব্রীজের নীচে নিহত ও আহতরা কোণা জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতে মোঃ শাহ জালাল ঘটনাস্থলেই নিহত হন এবং সাথের অপর ২ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ জালালকে জনকে মৃত ঘোষনা করেন। আহত ২ জনের চিকিৎসা চলছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ##
Save
Share
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com