সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:37 PM, August 27, 2018
মিজানুর রহমান মিজান: দীর্ঘদিন যাবৎ মারাত্নক শিক্ষক সংকটে ভুগছে সুনামগজ্ঞ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক বিহীন স্কুলের ৪ জন সহ: শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম দেড় বছর যাবৎ পি টি আই ট্রেনিং নিচ্ছেন, সহকারী শিক্ষিকা রুবিনা বেগম শারীরিক অসুস্থতা জনিত কারন দেখিয়ে বিগত দুই বছর ধরে মাসের বেশীরভাগ দিন বাড়ীতে ছুটি কাটাচ্ছেন, চাকুরীর খাতিরে মাঝে মধ্যে স্কুলে এলে ও অসুস্থ থাকায় পাঠদান থেকে বিরত থাকেন। এমতাবস্থায় প্রি-প্রাইমারী ক্লাস সহ ৬ টি ক্লাসের দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে পাঠদানে সহ: শিক্ষিকা আজ্ঞনা বেগম ও তাছলিমা আক্তার কলি আপ্রান চেষ্টা করে ও কুলাতে পারছেন না। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ছাতক উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আল মামুন শাহীন স্কুলটির দৈন্যদশার কথা তুলে ধরে সরকারের সংশ্লিষ্ট মহলের ত্বরিত হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com