সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:02 AM, August 16, 2018
<img src="http://www.sunamnews24.com/wp-content/uploads/2018/08/MYXJ_20180815110258_save-300×164.jpg" alt="MYXJ_20180815110258_save" width="300" height="164" class="alignnone size-medium wp-image-35493" / মিজানুর রহমান মিজান : যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে বিভিন্ন কর্মশুচির মাধ্যমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এর ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগজ্ঞে জাতীয় শোক দিবস- ২০১৮ পালিত হয়েছে। ১৫ আগষ্ট সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী প্রতিষ্টান, শিক্ষা প্রতিষ্টানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল ৯.৩০ ঘটিকায় সুনামগজ্ঞ কালেক্টরেট চত্তরে জাতীর পিতার প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার জনাব বরকত উল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান, সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট, সাধারন সম্পাদক ব্যরিষ্টার এনামুল কবীর ইমন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হুসনা হুদা, যুগ্ম সম্পাদক এডভোকেট রেহনুমা রব্বানী ভাষা সহ আওয়ামী যুবলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধালীগ, স্বেচ্চাসেবকলীগ, বাস্তহারালীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
পুস্পস্তবক অর্পন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্নাঢ্য জীবনী ও শাহাদত বরনের নির্মম ঘটনার উপর বক্তব্য রাখেন জেলা পুলিশসুপার বরকত উল্লাহ,জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান, সাধারন সম্পাদক ব্যরিষ্টার এনামুল কবীর ইমন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, মতিউর রহমান আব্দুল হাশিম প্রমুখ।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com