ঘাতক বাসের ধাক্কায় নিহত স্কুল ছাত্র নাজমুল হকের স্মরন সভা অনুষ্টিত

প্রকাশিত: 9:37 PM, August 2, 2018

মিজানুর রহমান মিজান : ঘাতক বাসের ধাক্কায় নিহত স্কুল ছাত্র নাজমুল হক স্মরনে “পথ যেনো হয় শান্তির- মৃত্যুর নয়” শীর্ষক স্মরন সভা সুনামগজ্ঞ জগৎজ্যোতি পাঠাগার হল রুমে অনুষ্টিত হয়েছে। এড: হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগজ্ঞ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জনাব নাদের বখত, সুনামগজ্ঞ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দে, পৌরকলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেরগুল আহমদ, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান,জেলা পরিষদের সদস্য এড: আবুল আজাদ রুম্মান, বি এন পি নেতা নাদের আহমদ। উপস্থিত ছিলেন নিহত নাজমুলের পিতা মাষ্টার নুরুল ইসলাম, বড়ভাই এড: আমিরুল হক, আওয়ামীলীগ নেতা বাবু করুনা সিন্ধু বাবুল, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সেক্রেটারি এ কে মিলন আহমদ,সহ- সেক্রেটারি বিপলু দাস, সাংবাদিক মাসুম হেলাল, সাংবাদিক আমিনুল হক সহ শহরের গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত থেকে নিহত নাজমুলের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন। প্রধান অতিথি নুরুল হুদা মুকুট নিহত নাজমুলের স্মরনে স্মৃতিফলক নির্মানের ঘোষনা দেন। পৌর মেয়র নাদের বখত শহরের গুরুত্বপুর্ন সড়কে স্পীড বেকার নির্মানের ঘোষনা দেন। সভা পরিচালনা করেন শহীদুল কবীর চৌধুরী সোহাগ।MYXJ_20180802195334_save

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 94 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ