প্রধানমন্ত্রী স্বর্নপদক-২০১৭ পেয়েছেন সুনামগজ্ঞের কৃতিসন্তান মাহবুবা।

প্রকাশিত: 7:42 PM, July 26, 2018

মিজানুর ররহমান মিজান : MYXJ_20180726164728_saveসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল কারিগরী অনুষদ থেকে স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ায় প্রধানমন্ত্রী গোল্ড মেডেল -২০১৭ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোছা: মাহবুবা খাতুন। ২৫/০৭/১৮ ইং তারিখে ঢাকায় এক জনাকীর্ন অনুষ্টানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধার স্বীকৃতি স্বরুপ “প্রধানমন্ত্রী স্বর্ন পদক ২০১৭ ” প্রদান করেন। দেশ সেরা মেধাবী শিক্ষার্থী মাহবুবা সুনামগজ্ঞ জেলার দিরাই উপজেলা সদরের আনোয়ারপুর গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা রহমত আলীর কনিষ্ট কন্যা এবং দিরাইয়ের বিশিষ্ট ব্যাবসায়ী মাহবুব আহমদের ছোটবোন। তার অসামান্য অবদানে সর্বমহল অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 87 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ