সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:43 PM, July 17, 2018
–
অনলাইন ডেক্স : সিলেট দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে সোমবার দুপুরে ইয়াবাসহ একই পরিবারের ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে এসএমপি‘র দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে একই পরিবারের চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসএমপি‘র দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনী ঘাটস্থ ঝালোপাড়া বাসা নং-৮০/বি এর ২য় তালায় কক্ষের সামনে হতে তাদেরকে আটক করা হয়।
তারা হচ্ছে-লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোর্ট গ্রামের বাসিন্দা এবং বর্তমানে দক্ষিণ সুরমার ঝালোপাড়ার বাসিন্দা মৃত ইসমাঈলের পুত্র হারুন মিয়া (৫৮), এবং হারুন মিয়ার দুই ছেলে স্বাধীন (১৯), সাগর মিয়া (২৪) ও মেয়ে ইপা (২১)।
তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com