সুনামগঞ্জে ২৫ হাজার টাকার জাল নোট সহ জালিয়াত চক্রের এক সদস্য আটক। সংবাদদাতা : সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২৫ হাজার টাকার জাল নোটসহ জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তার নাম বিজয় দাস (৩০), আটককৃত বিজয় জেলার দোয়ারা বাজার উপজেলার দোহালীয়া ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত সুভাষ চন্দ্র দাসের ছেলে। আজ বৃহস্পতিবার ভোররাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আমিনুল ইসলাম, এস আই মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ছাতকের নোয়াগাওঁ গ্রামের পাশের একটি রাস্তায় সিএনসি যোগে আসার সময় জাল নোট পাচারকারীকে জাল টাকা সহ আটক করা হয়। পরে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনে ব্যাপক জিঞ্জাসাবাদ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠান । জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশিত: 8:27 PM, July 12, 2018