জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সুনামগঞ্জ জেলা কমিটির সেমিনার অনুষ্টিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ – লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাননীয় জেলা ও দায়রা জজ মো: শহীদুল আলম ঝিনুক। সঞ্চালনা ও প্রামান্য চিত্র উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সি: সহ: জজ) জনাব হাবিবুল্লাহ মাহমুদ। বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ( জেলা জজ) মোহাম্মদ জাকির হোসেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাবিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ খান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা সিভিল সার্জন ডা: আশুতোষ দাস, বিজ্ঞ অতি: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমান মজুমদার, জেলা আইনজীবি সমিতির সভাপতি মল্লিক মো: মঈন উদ্দিন আহমদ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ড: মো: খায়রুল কবির রুমেন,জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম প্রমুখ।এছাড়া ও সেমিনারে আগত বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানগন ও বক্তব্য রাখেন। সেমিনারে জেলা জজসীপের বিজ্ঞ বিচারকবৃন্দ, কর্মকর্তা- কর্মচারীগন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত: 9:30 PM, July 3, 2018

MYXJ_20180627203140_save

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 71 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ