সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:11 PM, December 26, 2014
বিনোদন ডেস্ক : মাত্র একদিনের আলাপ, কথাবার্তা, একসঙ্গে খাওয়া আর এসবের মাধ্যমে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। সেই ঘনিষ্ঠতার কোনো নির্দিষ্ট গণ্ডি নেই, এক রাতের জন্য সাথী হয়ে যাওয়া অজানা-অচেনা দুটি মানুষর। কোনো দায়বদ্ধতা নেই, প্রতিশ্রুতি নেই, আছে শুধু শরীরি চাহিদা মেটানোর পালা। পরদিন থেকে আবার তারা অজানা, কোনোদিনও আবার দেখা হবে কিনা সেটাও জানা নেই। এমনই বিষয়বস্তু নিয়ে পরিচালক জাসমিন ডিসুজার আপকামিং সিনেমা ওয়ান নাইট স্ট্যান্ড। আর এই সিনেমাটিতে অভিনয় করছেন সাবেক পর্নো তারকা ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওন এই সিনেমার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সানি জানিয়েছেন, ‘হ্যাঁ আমি একসময় ওয়ান নাইট স্ট্যান্ড করেছি, কিন্তু তখন আমি একা ছিলাম।’ তিনি আরও জানিয়েছেন, ‘আমার মতো অনেক মেয়েরাই ওয়ান নাইট স্ট্যান্ড করে, কিন্তু সবার সামনে এটা বলার ক্ষমতা তাদের নেই, আমার আছে তাই আমি বলছি।’
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com