সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:42 PM, August 9, 2016
ফরিদ মিয়া সুনামগঞ্জ: আজ মঙ্গল বার সকাল ১১ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে সুনামগঞ্জ জেলা মাদক দব্য নিয়ন্ত্রক জেলাপরিদর্শক শোয়েব আহমদ চৌধুরির নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ কেজি গাজা ও ৪৫ বোতল ভারতীয় মদ সহ আসাবুল৩৮ নামের এক ব্যাক্তি কে আটক করা হয়। জেলা মাদকদব্য পরিদর্শকের সাথে আলাপ করে যানাযায় দক্ষিন সুনামগঞ্জ উপজেলার মাহমোদপুর গ্রামের বন্দের বাড়ির খালামিয়া,(কালাশাহ)৩৭ ওকান্দি গাওয়ের মছদ্দর আলীর ছেলে আসাবুল ৩৮ কে ধরতে অভিযানে গেলে খালাশাহ নিজ বাড়িথেকে পালিয়ে যায়,এই সময় তার বাড়ি থেকে১৯ কেজি গাজা ও ৪৫ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ আসাবুলকে আটক করা হয় যার মুল্য আনুমানিক ২লক্ষ টাকা বলে জানান পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরি।এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তোতিচলছে বলে যানান মাদক দব্য পরিদর্শক।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com