সুনামগঞ্জে নির্যাতনের প্রতিবাদে এক নির্যাতিতা পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশিত: 7:25 PM, July 27, 2016

13728905_1068284746582431_422525591955175957_n
সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাও গ্রামের সৌদী প্রবাসী রহমত আলী দেশের বাহিরে অবস্থান করায় তার স্ত্রী পপি বেগমের বেগমকে শারীরিকভাবে একাধিকবার নির্যাতন ও ঘরবাড়ি দখলের প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় সুনামগঞ্জ পৌর শহরের আরটিভির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিতা মহিলা পপি বেগম । তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করে বলেন তার ভাসুর আক্রম আলী,আয়ূব আলী ও দেবর রবিউল আওয়াল এবং তার স্ত্রী রক্তিনা বেগম গংরা মিলে তার বসতঘর থেকে তাড়িয়ে দেয়ার অংশ হিসেবে আমি ও আমার সন্তানকে একাধিকবার শারীরিকভাবে নির্যাতন চালায়। এ ঘটনায় তিনি(পপি বেগম) বাদি হয়ে নামাংঙ্কিত ব্যাক্তিদের নাম উল্লেখ করে গত ২৫ জুলাই দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -০৮ । এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। এদিকে আসামী রক্তিনাসহ অন্যান্যরা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে পপি বেগম ও তার সন্তানকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য প্রাণনাশের হুমকি প্রদান করে বলেও তিনি সংবাদ সংম্মেলনে সাংবাদিকদের নিকট কান্নাজড়িত কন্ঠে জানান। ঐ সমস্ত ভূমিখেকোদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিকট জোর দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন, নির্যাতিতা পপি বেগম বেগমের ছেলে শাহিনুর রহমান ও নির্যাতিতার চাচাতো ভাই সাংবাদিক মিজানুর রহমান মিজান প্রমুখ। ##

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 74 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ