সুনামগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট বুরহান আটক

প্রকাশিত: 8:56 PM, July 24, 2016

13815105_648241395330484_583029333_n
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের কাঠইর ব্রিজ থেকে ৮ কেজি গাঁজা ও মোটর সাইকেলসহ মাদক সম্রাট বুরহান উদ্দিন ওরফে কালা বুরহান(২৩)কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গত শনিবার রাত সাড়ে ৭ টায় তাকে আটক করা হয়। আটককৃত বুরহান জেলার ছাতক উপজেলার বড়কাপন ঘাবারাই গ্রামের আনফর আলী ওরফে কালাশাহ’র ছেলে। ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দিরাই-মদনপুর সড়কের কাঠইর ব্রিজে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও একটি পালসার মোটরসাইকেলসহ মাদক সম্রাট বুরহানকে আটক করা হয়। সুনামগঞ্জ ডিবি’র এসআই দেবাংশু কুমার দে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জব্দকৃত ৮ কেজি গাঁজর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। তিনি অরো জানান,আটককৃত বুরহানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 73 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ