সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:53 AM, July 21, 2016
প্রবাস ডেস্ক:: সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মক্কার আরাফার ময়দান দেখতে গেলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ঢাকার ধানমন্ডি এলাকার প্রবাসী দুলালের স্ত্রী হেনা আকতার (৩০) ও ছেলে আরিফ আহমেদ সিফাত (০৪) এবং নরসিংদীর পলাশ উপজেলার সোহরাব হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৩০)।জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সেক্রেটারী আলতাফ হোসাইন জানান, রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আরাফার ময়দান দেখতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই ভিজিট ভিসায় কয়েকদিন আগে সৌদি আরব এসেছিলেন।অপর নিহত ব্যক্তি গাড়ি চালক মায়ানমারের নাগরিক আব্দুল আজিজ। আহত বাংলাদেশিরা মক্কা হোটেল হিলটনে কর্মরত আছেন।আহতরা একই হসপিটালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন এবং নিহতদের মরদেহ মক্কা আল নূর হসপিটালের হিমঘরে রাখা হয়েছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com