সুনামগঞ্জে সৎ ভাইয়ের বিরুদ্ধে টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ মামলা

প্রকাশিত: 12:28 AM, June 13, 2016

IMG_20160610_121553
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সৎ ভাইয়ের বিরুদ্ধে টাকা ও স্বার্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ এনে আমল গ্রহনকারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাতক(জোনে) একটি পিটিশন মামলা দায়ের করেছেন এক সৎ বোন। সম্প্রতি সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইসলামপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী মোছা. জাহানারা বেগম এ পিটিশন মামলা দায়ের করেন।পিটিশন মামলায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কালীদাসপাড়া (ছয়ত্রিশ)গ্রামের ছখরুম আলী ওরফে ছখাইকে ও তার ছেলে মো. জাহাঙ্গীর হোসাইনকে আসামি করা হয়েছে।পিটিশনের বিবরণে জানাযায়, চলিত ২ ফেব্রয়ারি জাহানারা বেগমের বোন দুবাই প্রবাসী মোছা. জ্যোৎস্না বেগম ডুবাই থাকা অবস্থায় সৎ ভাই জাহাঙ্গীর বাংলাদেশে আসার সময় তার কাছে দুবাইয়ের ৮০ হাজার দেরহাম ও ৬ ভরি স্বর্ণালঙ্কার দিয়ে দেন বাংলাদেশে জ্যোৎস্নার বড় বোন জাহানারা বেগমের কাছে দেওয়ার জন্য। তৎকালিন সময়ে দুবাইয়ের ৮০ হাজার দেরহামের বাংলাদেশী টাকায় ১৭ লাখ টাকা এবং ৬ ভরি স্বর্ণালঙ্কারের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা হয়।কিন্তু জাহাঙ্গীর দেশে এসে নানা অজুহাতের টাকা না দেওয়ার ফঁন্দি ফিঁকির আটে। এ নিয়ে বিভিন্ন সময়ে সামজিকভাবে সালিশে টাকা ও স্বর্ণালঙ্কার ফেরৎ দেওয়ার কথা বললেও প্রতারক জাহাঙ্গীর জ্যোৎস্না বেগমের দেওয়া বাংলাদেশী ১৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার ফেরৎ দিচ্ছে না।পিটিশনে আরো আরো উল্লোখ্য করা, বাংলাদেশে জায়গা জমি ক্রয়ের জন্য জাহানারা বেগমের ছোট বোন জ্যোৎস্না বেগম জাহাঙ্গীরের কাছে এ টাকা ও স্বর্ণালঙ্কার গুলো দেন। আদালত পিটিশন মামলাটি গ্রহন করে তদন্তপূর্ব প্রতিবেদন দাখিলের জন্য ছাতক থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

এই সংবাদটি 87 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ