সিলেট [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:28 AM, June 3, 2016
ফরিদ মিয়া সুনামগঞ্জঃ সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাটাছেঁড়া ছাড়াই প্রথম পিত্তথলির অপারেশন সম্পন্ন হয়েছে। সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের তত্ত্বাবধানে হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ বুধবার দুপুরে এ সফল অপারেশন সম্পন্ন করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন সদর হাসপাতালে এখন থেকে কাটাছেঁড়া ছাড়াই পিত্তথলির অপারেশন করা যাবে।হাসপাতাল সূত্রে জানা যায়, ল্যাপারোস্কপিক যন্ত্রের মাধ্যমে গতকাল বুধবার প্রথম বারের মতো পিত্তথলির অপারেশন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। সদর হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. বিশ্বজিৎ গোলদার ও একই বিভাগের জুনিয়র কনসালটেন্ট ফরিদুল হক এবং অবেদনবিদ ডা. মুকুল চক্রবর্তীর নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলার ভাতগাঁও গ্রামের দৈবতি বিশ্বাস (৫০)-এর সফল অপারেশন সম্পন্ন হয়। পুরো অপারেশন তত্ত্বাবধান করেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। জানা গেছে, প্রায় তিন বছর আগে ৩০ লাখ টাকা ব্যয়ে ল্যাপারোস্কপিক মেশিনটি সরকার দিলেও তা চালু করা হয়নি। সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম কয়েক মাস আগে মেশিনটি সচল করে সংশ্লিষ্টদের অপারেশনের জন্য ঢাকার একটি হাসপাতালে প্রশিক্ষণে পাঠান। প্রশিক্ষণ গ্রহণ শেষে দলটি ফিরে আসার পর গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে মেশিনে প্রথম বারের মতো সফল অপারেশন সম্পন্ন হয়। সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, ল্যাপারোস্কপিক কোলেসিসটেকটমি বা ল্যাপকোল মেশিনে কাটাছেঁড়া ছাড়াই বুধবার সদর হাসপাতালে প্রথম সফল অপারেশন হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের আধুনিক এই যন্ত্রটি সদর হাসপাতালে সচল হওয়ায় গরিব রোগীরা সহজে ও কম সময়ে উন্নত চিকিৎসার আওতায় এসেছে।
সম্পাদক-প্রকাশক :
মো: মিজানুর রহমান।
সম্পাদকীয় কার্যালয়:
পৌর মিনি মার্কেট (২য় তলা). ডিএস রোড সুনামগঞ্জ।
মোবাইল : ০১৭১৬-৫৬৩১৬৮
ইমেইল : mizan.sunam@gmail.com
ওয়েব সাইট: www,sunamnews24.com